শীতকালে স্বাস্থ্য সুরক্ষায় শুকনো ফল ও বাদাম উপকারী
✍ অ্যাডমিন 🗓 ১২ ডিসেম্বর ২০২৫
3
00

শীতকালে স্বাস্থ্য সুরক্ষায় শুকনো ফল ও বাদাম উপকারী

শীতকালীন সিজনে দেহের প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি সরবরাহে শুকনো ফল ও বাদাম বিশেষ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা জানান, এসব খাবার সহজে তৃপ্তি দেয় এবং মূল খাবারের মাঝখানে হালকা, স্বাস্থ্যকর নাস্তা হিসাবে খাওয়া যেতে পারে।  শুকনো ফলের মধ্যে রয়েছে পিচ, কিসমিস, এপ্রিকট, ডুমুর ও বরই। আর বাদামজাতীয় খাবারের মধ্যে আমন্ড, কাজু ও আখরোট উল্লেখযোগ্য। তবে চিনাবাদাম বাদামের দলে নয়, এটি ডালজাতীয় খাদ্য।

০৩ মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই।

মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেগুলোতে * আছে সেগুলো আবশ্যক।

সর্বশেষ সংবাদ : এখানে তোমার ব্রেকিং নিউজ দেখাবে - সর্বশেষ সংবাদ, আপডেটস ও গুরুত্বপূর্ণ খবর।   *   আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে সরকার ঘোষণা করেছে। এটি হবে ২০২৪ সালের গণআন্দোলনের পর প্রথম ন্যাশনাল নির্বাচন।