চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী
চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন চিকিৎসকরা। মাত্র তিন দিনেই ক্যানসার থেকে মুক্তি পেয়েছেন এক নারী।
শনিবার (০৬ ডিসেম্বর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ৪০ বছর বয়সী এক নারী দীর্ঘদিন ধরে পেটব্যথায় ভুগছিলেন। সাধারণ পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জানতে পারেন, এটি ক্যানসারের লক্ষণ। চিকিৎসকরা জানান, তার পাকস্থলীর ক্যানসার হয়েছে এবং তা পেটে থাকা আবরণ বা পেরিটোনিয়ামে ছড়িয়ে পড়ার প্রাথমিক ইঙ্গিতও রয়েছে।
খালিজ টাইমস জানিয়েছে, পরিবারে ক্যানসারের কোনো ইতিহাস না থাকলেও দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় তার জীবনধারায় নাটকীয় পরিবর্তন আসে।
আবুধাবির বুরজিল মেডিকেল সিটির চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নেন। সাধারণ ও অনকোলজিক্যাল সার্জারি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ আদিলেহের নেতৃত্বে একটি বহুবিষয়ক বিশেষজ্ঞ দল তার চিকিৎসায় যুক্ত হন।
০৩ মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
চিন্তা করবেন না! আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেগুলোতে * আছে সেগুলো আবশ্যক।
