মালয়েশিয়ায় কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্ট নির্বা...
✍ অ্যাডমিন 🗓 ১৯ ডিসেম্বর ২০২৫
2
00

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্ট নির্বাচনের মানদণ্ড কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

গত ১৮ নভেম্বর মালয়েশিয়া সরকারের নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওই ১০টি শর্ত ঘোষণা করে। এই শর্তগুলোকে বৈষম্যমূলক ও অযৌক্তিক দাবি করে আফিয়া ওভারসিজসহ তিনটি রিক্রুটিং এজেন্সি হাইকোর্টে রিট করে। 
আবেদনকারীদের পক্ষে বৃহস্পতিবার শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবীরা। আবেদনকারী সংস্থাগুলোর দাবি, এই শর্তগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা পূরণ করা সাধারণ রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য অসম্ভব।
 
তাদের প্রধান অভিযোগগুলো হলো: নতুন মানদণ্ডগুলো মূলত বড় কয়েকটি সংস্থাকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে যা বাজারে 'সিন্ডিকেট' প্রথাকে উৎসাহিত করবে, কঠোর শর্তের কারণে অধিকাংশ বৈধ রিক্রুটিং এজেন্সি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে।

০৩ মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই।

মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেগুলোতে * আছে সেগুলো আবশ্যক।

সর্বশেষ সংবাদ : এখানে তোমার ব্রেকিং নিউজ দেখাবে - সর্বশেষ সংবাদ, আপডেটস ও গুরুত্বপূর্ণ খবর।   *   আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে সরকার ঘোষণা করেছে। এটি হবে ২০২৪ সালের গণআন্দোলনের পর প্রথম ন্যাশনাল নির্বাচন।