মুক্তিযোদ্ধা জামাল আহমদ কমান্ডারের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শোক
আজ ২২শে আগস্ট, বীর মুক্তিযোদ্ধা জামাল আহমদ কমান্ডারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ওসমান গনী। তিনি বৃহত্তর বাকলি বড়ো মৌলানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
জনাব ওসমান গনী এক শোকবার্তায় বলেন, জামাল আহমদ কমান্ডার ছিলেন একজন দেশপ্রেমিক এবং সাহসী যোদ্ধা। দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি আরও বলেন, দেশ ও সমাজের উন্নয়নে তার মতো মানুষের অবদান অনস্বীকার্য। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
০৩ মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
চিন্তা করবেন না! আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেগুলোতে * আছে সেগুলো আবশ্যক।