নিরাপত্তা বাহিনীর জন্য ৫ হাজার ফিলিস্তিনি পুলিশ কর...
✍ অ্যাডমিন 🗓 ১১ ডিসেম্বর ২০২৫
3
00

নিরাপত্তা বাহিনীর জন্য ৫ হাজার ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ মিশরের

তিনি বলেন, বাহিনীর সকল সদস্য গাজা থেকে নেয়া হবে এবং তাদের বেতন দেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, যা অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত।
 
২৬ বছর বয়সী একজন ফিলিস্তিনি পুলিশ অফিসার বলেন, ‘প্রশিক্ষণে আমি খুবই খুশি। আমরা যুদ্ধ এবং আগ্রাসনের স্থায়ী অবসান চাই এবং আমরা আমাদের দেশ এবং নাগরিকদের সেবা করতে আগ্রহী।’

এদিকে, ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থাকে আরও জানান, ‘তিনি আশা করেন যে নিরাপত্তা বাহিনীটি স্বাধীন হবে। কেবল ফিলিস্তিনের প্রতি অনুগত এবং বহিরাগত জোট বা কোনো উদ্দেশ্যের অধীন হবে না।’
 
নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে আরেকজন ফিলিস্তিনি লেফটেন্যান্ট বলেন, ‘আমরা সীমান্ত নজরদারির জন্য আধুনিক সরঞ্জামসহ অসাধারণ অপারেশনাল প্রশিক্ষণ পেয়েছি।’
 
প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণে  ফিলিস্তিনি জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর ভূমিকা তুলে ধরা হয়েছে এবং একটি সম্পূর্ণ সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তৈরির স্বপ্ন রক্ষা করার গুরুত্বের উপর জোর দেয়া হয়েছে।

০৩ মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই।

মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেগুলোতে * আছে সেগুলো আবশ্যক।

সর্বশেষ সংবাদ : এখানে তোমার ব্রেকিং নিউজ দেখাবে - সর্বশেষ সংবাদ, আপডেটস ও গুরুত্বপূর্ণ খবর।   *   আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে সরকার ঘোষণা করেছে। এটি হবে ২০২৪ সালের গণআন্দোলনের পর প্রথম ন্যাশনাল নির্বাচন।