মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে ঝড়ো হা...
✍ অ্যাডমিন 🗓 ১১ ডিসেম্বর ২০২৫
2
00

মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বর্ষণ শরু হয়েছে। এই পরিস্থিতির উন্নতি না ঘটলে আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর (এনসিএম)

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের মক্কা, মদিনায়, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মাঝারি থেকে ভারী ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রঝড়ও। শিগগিরই এই অবস্থার উন্নতি না হলে আকস্মিক বন্যা হতে পারে।

 
প্রতিবেদনে বলা হয়, হাইল, তাবুক, আল জৌফের কিছু অংশে এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা।

০৩ মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই।

মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেগুলোতে * আছে সেগুলো আবশ্যক।

সর্বশেষ সংবাদ : এখানে তোমার ব্রেকিং নিউজ দেখাবে - সর্বশেষ সংবাদ, আপডেটস ও গুরুত্বপূর্ণ খবর।   *   আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে সরকার ঘোষণা করেছে। এটি হবে ২০২৪ সালের গণআন্দোলনের পর প্রথম ন্যাশনাল নির্বাচন।