প্রথমবারে মতো ম্যানচেস্টার ইউনাইটেডের ঋণ ছাড়ালো এক...
✍ অ্যাডমিন 🗓 ১১ ডিসেম্বর ২০২৫
2
00

প্রথমবারে মতো ম্যানচেস্টার ইউনাইটেডের ঋণ ছাড়ালো এক বিলিয়ন ডলার

এদিকে ঋণের অঙ্ক বিলিয়ন ডলার ছাড়ালেও ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরাদা জানান, সাম্প্রতিক আর্থিক ফলাফল ক্লাবের রূপান্তর প্রক্রিয়ায় দৃঢ় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। গত বছরের ফেব্রুয়ারিতে ব্রিটেনের ধনকুবের স্যার জিম র‌্যাটক্লিফের নেতৃত্বাধীন আইনিওস গ্রুপ ক্লাবটির ২৭.৭ শতাংশ শেয়ার ১.৩ বিলিয়ন পাউন্ডে কিনে নেয়। এরপর থেকেই ওল্ড ট্র্যাফোর্ডে ব্যয় সংকোচন এবং কাঠামোগত সংস্কারের উদ্যোগ পরিচালনা করছে আইনিওস।
 
বেরাদা বলেন, ‘গত এক বছরে নেয়া কঠিন সিদ্ধান্তগুলো আমাদের ব্যয় কাঠামোকে স্থায়ীভাবে কমিয়ে এনেছে এবং ক্লাবকে দীর্ঘমেয়াদি সাফল্যের দিকে এগিয়ে নিতে আরও কার্যকর করেছে। এতে পুরুষ ও নারী উভয় দলের প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধিতে বিনিয়োগ করা সম্ভব হয়েছে।’
 
প্রতিবেদনে বলা হয়, বিগত বছরের ব্যয় সংকোচন ও জনবল কমানোর উদ্যোগের প্রভাব এখনও স্পষ্ট। আইনিওস পরিচালিত বৃহত্‍ পুনর্গঠন কর্মসূচির অংশ হিসেবে প্রথম তিন মাসে ৮.৬ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। খেলোয়াড়দের বেতন কমায় কর্মী-সুবিধা সংক্রান্ত ব্যয়ও গত বছরের তুলনায় ৬.৬ মিলিয়ন পাউন্ড কমে দাঁড়িয়ে ৭৩.৬ মিলিয়ন পাউন্ড নেমেছে।
 

০৩ মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই।

মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেগুলোতে * আছে সেগুলো আবশ্যক।

সর্বশেষ সংবাদ : এখানে তোমার ব্রেকিং নিউজ দেখাবে - সর্বশেষ সংবাদ, আপডেটস ও গুরুত্বপূর্ণ খবর।   *   আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে সরকার ঘোষণা করেছে। এটি হবে ২০২৪ সালের গণআন্দোলনের পর প্রথম ন্যাশনাল নির্বাচন।