ভারতে পালানোর সময় ৭ মামলার আসামি ছাত্রলীগ নেতা বেন...
✍ অ্যাডমিন 🗓 ১১ ডিসেম্বর ২০২৫
2
00

ভারতে পালানোর সময় ৭ মামলার আসামি ছাত্রলীগ নেতা বেনাপোলে আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সাত মামলার পলাতক আসামি আব্দুস
সামাদ আজাদ (৫২) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১ টার দিকে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে
আটক করা হয়।
আটক আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি।
তিনি মৌলভীবাজার জেলার ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান,
বুধবার সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসারের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ
আজাদ। এসময় ইমিগ্রেশন পুলিশ তার ডাটাবেজ যাচাইয়ের পর তাকে আটক করে। পরে তাকে
জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার নামে মৌলভীবাজার থানায় একাধিক মামলা রয়েছে। এসব
মামলায় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে
মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের এক
নেতাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ । তার
বির“দ্ধে ৭ টি মামলা থাকায় তাকে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

০৩ মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই।

মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেগুলোতে * আছে সেগুলো আবশ্যক।

সর্বশেষ সংবাদ : এখানে তোমার ব্রেকিং নিউজ দেখাবে - সর্বশেষ সংবাদ, আপডেটস ও গুরুত্বপূর্ণ খবর।   *   আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে সরকার ঘোষণা করেছে। এটি হবে ২০২৪ সালের গণআন্দোলনের পর প্রথম ন্যাশনাল নির্বাচন।