বর্জনের ঘোষণা দেয়া ক্লাবগুলোকে নিয়েই সূচি ঘোষণা বি...
✍ অ্যাডমিন 🗓 ১১ ডিসেম্বর ২০২৫
4
00

বর্জনের ঘোষণা দেয়া ক্লাবগুলোকে নিয়েই সূচি ঘোষণা বিসিবির

ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে কয়েক দফা সংবাদ সম্মেলন করে বিসিবির বর্তমান নেতৃত্বের অধীনে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছিল ওই ৪৫ ক্লাব৷ কিন্তু বিসিবি বা সিসিডিএমের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় মৌখিক সেসব ঘোষণাকে আমলে নেয়া হয়নি। ২০ দল নিয়েই সূচি ঘোষণা করেছে বিসিবি।


২০ দল নিয়ে সূচি ঘোষণা করলেও বর্জনকৃত ৮ ক্লাবের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা আছে। সেই ৮ ক্লাব হলো- সূর্যতরুণ, ওরিয়েন্ট, আম্বার স্পোর্টিং, পারটেক্স স্পোর্টিং, কাকরাইল বয়েজ, খেলাঘর, কলাবাগান ও গাজী টায়ার্স।

০৩ মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই।

মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেগুলোতে * আছে সেগুলো আবশ্যক।

সর্বশেষ সংবাদ : এখানে তোমার ব্রেকিং নিউজ দেখাবে - সর্বশেষ সংবাদ, আপডেটস ও গুরুত্বপূর্ণ খবর।   *   আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে সরকার ঘোষণা করেছে। এটি হবে ২০২৪ সালের গণআন্দোলনের পর প্রথম ন্যাশনাল নির্বাচন।