চণ্ডিগড়ে ডি কক ঝড়, ভারতকে হারিয়ে সিরিজ সমতায় দ.আফ্...
✍ অ্যাডমিন 🗓 ১১ ডিসেম্বর ২০২৫
2
00

চণ্ডিগড়ে ডি কক ঝড়, ভারতকে হারিয়ে সিরিজ সমতায় দ.আফ্রিকা

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন ডি কক।  ওপেনিং সঙ্গী রিজা হেনড্রিকস ১০ বলে ৮ রান করে আউট হলে জুটি গড়েন এইডেন মারক্রামের সঙ্গে। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৮৩ রানের জুটি। ২৬ বলে ২ চার ও ১ ছক্কায় মারক্রাম ২৯ রান করে আউট হলেও আধিপত্য চালিয়ে যান ডি কক। শেষ পর্যন্ত দলের সংগ্রহ দেড়শ পার করে রান আউট দুর্ভাগ্যে ক্রিজ ছাড়েন তিনি। শেষদিকে ডনোভান ফেরেইরার ১৬ বলে ৩০ আর ডেভিড মিলারের ১২ বলে ২০ রানের অপরাজিত ইনিংসে দুই ছাড়ায় প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২১৩ রান। ভারতের পক্ষে ৪ ওভার বল করে সবচেয়ে বেশি ৫৪ রান খরচ দিলেও উইকেটশূন্য ছিলেন আর্শদীপ সিং। উইকেটশূন্য জাসপ্রিত বুমরাহও দেন ৪৫ রান। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের সফল বোলার বরুণ চক্রবর্তী।

০৩ মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই।

মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেগুলোতে * আছে সেগুলো আবশ্যক।

সর্বশেষ সংবাদ : এখানে তোমার ব্রেকিং নিউজ দেখাবে - সর্বশেষ সংবাদ, আপডেটস ও গুরুত্বপূর্ণ খবর।   *   আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে সরকার ঘোষণা করেছে। এটি হবে ২০২৪ সালের গণআন্দোলনের পর প্রথম ন্যাশনাল নির্বাচন।